আজকে সোনার দাম কত বাংলাদেশে | ১০০ গ্রাম স্বর্ণ কত ভরি বিস্তারিত জানুন

- আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
প্রিয় বন্ধুরা, মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্বর্ণ বা গোল্ড অন্যতম। অনেকেই ভবিষ্যতের লাভের আশায় এটি সংরক্ষণ করে রাখেন। প্রতিদিনই বাজারদরের ভিত্তিতে সোনার দাম ওঠানামা করে, যদিও কমতির পরিমাণ খুব সামান্যই হয়। বাংলাদেশে সোনার মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা জুয়েলারি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য নির্দেশনা হিসেবে কাজ করে। সর্বশেষ ১ মার্চ বাজুস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সোনার দাম ঘোষণা করে, যা ২ মার্চ থেকে কার্যকর হয়। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,০১,৭৭২ টাকা।
আজকে সোনার দাম কত বাংলাদেশে
১. ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য বর্তমানে ১ লক্ষ ৪৪ হাজার ০৯৭ টাকা।
২. ঠিক একই ভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ১ লক্ষ ২৩ হাজার ৫১০ টাকা।
৩. তাছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার মূল্য বর্তমানে ১ লক্ষ ১ হাজার ৭২২ টাকা।
পূর্বের তুলনায় বিগত বেশ কয়েকদিনে স্বর্ণের দাম বেশ কিছুটাই বৃদ্ধি পেয়েছে। যেমন পূর্ব দাম অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের মূল্য ছিল ১ লক্ষ ৫০ হাজার ৯৬৭ টাকা। আর নতুন দাম অনুযায়ী কমেছে প্রতি ভরি ২০০০ টাকার মতো। আশা করি আজকের সোনার দাম কত বাংলাদেশে আপনারা এখন জেনে গিয়েছেন।
আনার হিসেবে স্বর্ণের দাম কত টাকা
অনেকেই আবার ছোট ছোট হিসেবে গোল্ড কিনে রাখতে চান। বিশেষ করে যারা গয়না বা অলংকার বানাতে আগ্রহী তাদের ক্ষেত্রে আনায় স্বর্ণের হিসাব করতে হয়। বর্তমানে ১ আনা স্বর্ণের দাম ৭৭৩৫ টাকা। সেই হিসেবে পাঁচ আনা স্বর্ণের দাম হয় ৩৮৬৭৭ টাকা। মোটামুটি পাঁচ আনা দিয়ে বিভিন্ন ধরনের আংটির সহ গহনা তৈরি করা যায়। মেয়েরা সব চাইতে জলের দোকানে এই ধরনের পরিমাপ ব্যবহার করে থাকেন।
২০২৫ সালে ১০০ গ্রাম স্বর্ণ কত ভরি?
যায় কিনা গোল্ডের উপরে হিসাব বুঝেন না তাদের জন্য বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা জানি বিভিন্ন বিষয়ে দিয়ে পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয়ে থাকে। যেমন সময় পরিমাপের জন্য মিনিট সেকেন্ড, দূরত্ব, আবার পরিমাপের জন্য কিলোমিটার, মাইল ইত্যাদি। ঠিক তেমনি ভাবেই স্বর্ণ পরিমাপের সবচাইতে জনপ্রিয় একক হচ্ছে ভরি। ১০০ গ্রাম স্বর্ণ ৮.৫৭ ভরি। বর্তমানে ১০০ গ্রাম গোল্ডের মূল্য প্রায় ১৩ লক্ষ টাকার।
সোনা ব্যবহার করে কি কি তৈরি করা হয়
আজকে বাংলাদেশের সোনার দাম কত সেটা সম্পর্কেও তো আমি ইতিমধ্যে তথ্যগুলো উপস্থাপন করেছি। এবার চলুন কি কি কাজে এই গোল্ড ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই।
• মেয়েদের কিংবা ছেলেদের বিভিন্ন ধরনের অলংকার যেমন আংটি, গলার হার, কানের দুল ইত্যাদি তৈরি করা হয় সবচাইতে বেশি সোনা দিয়ে।
• প্রাচীনকালে গোল্ড দিয়ে বিভিন্ন ধরনের ধাতব্য মুদ্রা তৈরি করা হতো। লেনদেনের জন্য এটি আদর্শ।
• বিভিন্ন ব্যবসায় ক্ষেতের মতো এটিতে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে। যখন মূল্য কম থাকে তখন তারা এটি কিনে রাখে আবার যখন মূল্য বেশি থাকে তখন বিক্রি করে বেশ অর্থ লাভ করা যায়।
• চিকিৎসা ও প্রযুক্তি খাতে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে গোল্ডের ব্যবহার ব্যাপকভাবে রয়েছে।
অবশ্যই আসল কিংবা নকল যাচাই করে নিবেন। অনেক অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় নকল কিংবা খাদ মিশ্রিত গোল্ড বিক্রি করে থাকে। সবচাইতে ভালো হয় পরিচিত কিংবা বিশ্বস্ত কোন জুয়েলারির শপ কিংবা গোল্ড শপ থেকে এগুলো কেনার। আর আপনি যদি আসল নকল চিনতে না পারেন তাহলে অবশ্যই এক্সপার্ট কাউকে সাথে নিয়ে যাবেন।
শেষ কথা
সোনা একটি ধাতু। পৃথিবীতে এ ধরনের আরো অনেক ধাতু রয়েছে। এমনও কিছু ধাতু রয়েছে যেগুলোর দাম স্বর্ণের চাইতে অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যায় ডায়মন্ড কিংবা প্লাটিনাম। তবে রং, মানুষের শরীরের সাথে সামঞ্জস্যতা ইত্যাদি বিবেচনায় গোল্ডই সবচাইতে বেশি প্রাধান্য পেয়ে থাকে অলংকার তৈরির ক্ষেত্রে। আবার এটি ল্যাবের তৈরি করা সম্ভব না বরং খনব থেকে সংগ্রহ করা হয়। সাম্প্রতিক সময়ে চীনে খুবই বড় আকৃতির একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। আজকের সোনার দাম কত বাংলাদেশে এ, এই কন্টেন্টেটির মতো প্রতিনিয়তই আপনারা সকল মূল্য সম্পর্কে আপডেট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে।